জাতীয় সঙ্গীত
আমার সোনার বাংলা
আমার সোনার বাংলা,
আমি তোমায় ভালোবাসি।
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস
আমার প্রাণে বাজায় বাঁশি।
ও মা,
ফাগুনে তোর আমের বনে
ঘ্রাণে পাগল করে
মরি হায়, হায় রে
ও মা,
অঘ্রানে তোর ভরা ক্ষেতে,
আমি কী দেখেছি মধুর হাসি॥
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো,
কী আঁচল বিছায়েছ
বটের মূলে,
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী
আমার কানে লাগে
সুধার মতো-
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন
ও মা আমি নয়ন জলে ভাসি
সোনার বাংলা,
আমি তোমায় ভালবাসি।
বাংলা বর্ণমালা
বাংলা স্বরবর্ণ
অ
|
আ
|
ই
|
ঈ
|
উ
|
ঊ
|
এ
|
ঐ
|
ও
|
ঔ
|
বাংলা ব্যঞ্জনবর্ণ
ক
|
খ
|
গ
|
ঘ
|
ঙ
|
চ
|
ছ
|
জ
|
ঝ
|
ঞ
|
ট
|
ঠ
|
ড
|
ঢ
|
ণ
|
ত
|
থ
|
দ
|
ধ
|
ন
|
প
|
ফ
|
ব
|
ভ
|
ম
|
য
|
র
|
ল
|
হ
|
শ
|
ষ
|
স
|
ড়
|
ঢ়
|
য়
|
ৎ
|
ক্ষ
|
জ্ঞ
|
মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা।
(মাগো) তোমার কোলে, তোমার বোলে, কতই শান্তি ভালোবাসা॥
কি যাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে,
গেয়ে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা॥
বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্, হেম, মধু, বঙ্কিম, নবীন-
ঐ ফুলেরই মধুর রসে বাঁধলো সুখে মধুর বাসা॥
বাজিয়ে রবি তোমার বীণে, আনলো মালা জগৎ জিনে।
তোমার চরণ-তীর্থে (মাগো) আজি জগৎ করে যাওয়া-আসা॥
ঐ ভাষাতেই নিতাই গোরা, আনল দেশে ভক্তি-ধারা,
আছে কৈ এমন ভাষা এমন দুঃখ-শ্রান্তি-নাশা॥
ঐ ভাষাতেই প্রথম বোলে, ডাকনু মায়ে ‘মা, মাঽ বলে;
ঐ ভাষাতেই বলবো হরি, সাঙ্গ হলে কাঁদা হাসা॥
-অতুলপ্রসাদ সেন
No comments:
Post a Comment