Thursday 28 September 2017

বিসিএস প্রস্তুতি প্রশ্ন ও উত্তর পর্ব-

১. বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিস্কৃত হয় কত সালে ?
উত্তর: ১৯০৭

২. "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি" গানটির প্রথম সুরকার কে?
উত্তর: আব্দুল লতিফ

৩. ভানুসিংহ ঠাকুর- কার ছদ্মনাম?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের

৪. বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল—
উত্তর: ১২০১-১৩৫০

৫. মধ্যযুগের কবি নন কে?
উত্তর: জয়নন্দী

৬. ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উত্তর: উইলিয়াম কেরি

৭. বাংলা সাহিত্যের জনক হিসেবে কার নাম চিরস্মরণীয়?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৮. বাংলাদেশের জাতীয় সংসদ কয় কক্ষ বিশিষ্ট?
উত্তরঃ এক কক্ষ

৯. কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা?
উত্তর: রামনারায়ণ তর্করত্ন

১০. নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি?
উত্তর: নীলকরদের অত্যাচার

১১. বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোনটি?
উত্তরঃ ৮৮০ ০১ঽ ৯২০-৪১ঽ দক্ষিণ পূর্ব দ্রাঘিমাংশে

১২. বাংলাদেশের প্রথম আদমশুমারী অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৪ সাল

১৩. বাংলাভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়?
উত্তরঃ ১৬ ফেব্রুয়ারী ১৯৫৬

১৪. মুক্তিযুদ্ধকালীন কোন তারিখে বুদ্ধিজীবীদের ওপর ব্যাপক হত্যাকান্ড সংঘটিত হয়?
উত্তরঃ ১৪ ডিসেম্বর ১৯৭১

১৫. বাঙ্গালী জাতির প্রধান অংশ কোন মূল জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তরঃ অস্ট্রিক

১৬. বাংলার সর্ব প্রাচীন জনপদের নাম কি?
উত্তরঃ পুন্ড্র

১৭. বাংলা (দেশ ও ভাষা) নামের উৎপত্তির বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখিত হয়েছে?
উত্তরঃ আইন-ই-আকবরী

১৮. ঢাকার লালবাগের দূর্গ নির্মাণ করেনঃ
উত্তরঃ শায়েস্তা খান

১৯. বাংলার “ছিয়াত্তরের মনন্তর” এর সময় কালঃ
উত্তরঃ ১৭৭০ খ্রীষ্টাব্দ

২০. সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়?
উত্তরঃ ৩১ জানুয়ারী ১৯৫২

২১. ৬ দফা দাবী পেশ করা হয়?
উত্তরঃ ১৯৬৬ সালে

২২. কোন রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সংগীতের কত চরণ বাজানো হয়?
উত্তরঃ প্রথম ৪টি

২৩. অগ্নিশ্বর কি ফসলের উন্নতজাত?
উত্তরঃ কলা

২৪. কোন উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ধর্ম ইসলাম?
উত্তরঃ পাঙন

২৫. ঢাকার ধোলাই খাল কে খনন করেন ?
উত্তরঃ ইসলাম খান

২৬. বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপের দেশ ?
উত্তরঃ পূর্ব জার্মানি

২৭. শুভলং ঝরণা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি

২৮. বাংলাদেশের ঊষনতম স্থানের নাম কি?
উত্তরঃ লালপুর, নাটোর

২৯. বাংলাদেশের জাতীয় পতাকা কত সালে গৃহীত হয়?
উত্তরঃ ১৭ জানুয়ারী ১৯৭২

৩০. রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা?
উত্তরঃ রামরাম বসু

৩১. হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম কি?
উত্তরঃ গ্রামবার্তা প্রকাশিকা

৩২. "হেড মৌলভী" কোন কোন ভাষার শব্দ যোগে গঠিত হয়েছে?
উত্তরঃ ইংরেজি + ফার্সি

৩৩. "রবীন্দ্র"-এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ রবি + ইন্দ্র

৩৪. এ যে আমাদের চেনা লোক, চেনা কোন পদ?
উত্তরঃ বিশেষণ

৩৫. প্রকর্ষ শব্দের সমার্থক শব্দ ?
উত্তরঃ উৎকর্ষ

৩৬. "একখানি ছোট ক্ষেত আমি একেলা" -রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ?
উত্তরঃ সোনার তরী

৩৭. "আমি কিংবদন্তীর কথা বলছি" কবিতাটি কার লেখা
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ

৩৮. সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?
উত্তরঃ ১৯১৪

৩৯. মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্মপ্রচারক-এর প্রভাব অপরিসীম?
উত্তরঃ শ্রীচৈতন্যদেব

৪০. "বিষাদসিন্ধু" একটি –
উত্তরঃ ইতিহাস আশ্রয়ী উপন্যাস

৪১. মধ্যযুগের শেষ কৰি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৭৬০

৪২. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি?
উত্তরঃ ৮টি

৪৩. "বিজ্ঞান" শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি?
উত্তরঃ জ+ঞ

৪৪. "তোহফা" কাব্যটি কে রচনা করেন?
উত্তরঃ আলাওল

৪৫. এন্টনি-ফিরিঙ্গি কী জাতীয় সাহিত্যের রচয়িতা?
উত্তরঃ কবিগান

৪৬. ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?
উত্তরঃ ২

৪৭. সার্ক প্রতিষ্ঠিত হয়ঃ
উত্তরঃ ১৯৮৫

৪৮. জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৪৫

৪৯. আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত?
উত্তরঃ সিরিয়া

৫০. মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন?
উত্তরঃ আলবেনিয়া

৫১. সুয়েজ খাল কোন বৎসর চালু হয়?
উত্তরঃ ১৮৬৯

৫২. আন্তর্জাতিক রেডক্রস এর সদর দপ্তরঃ
উত্তরঃ জেনেভা

৫৩. সুন্দরবনে বাঘ গণনায় ব্যবহৃত হয়-
উত্তরঃ পাগ-মার্ক

৫৪. ২০০৪ সালের ভয়ংকর সুনামি ঢেউয়ের গতি ছিল ঘন্টায়-
উত্তরঃ ৭০০-৮০০ কিঃ মিঃ

৫৫. ফিশারীজ ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ  চাঁদপুরে

৫৬. হরতাল শব্দটি কোন ভাষার?
উত্তরঃ গুজরাটি

৫৭. আধুনিক বাংলা কবিতার জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত

৫৮. পৃথিবী: সূর্য:: চাঁদ:?
উত্তরঃ নক্ষত্র

৫৯. দেবতার ধন কে যায় ফিরায়ে লয়ে? কোন কারকে কোন বিভক্তি?
উত্তরঃ সম্প্রদানে ষষ্ঠী

৬০. কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়?
উত্তরঃ ১৯৬১

৬১. নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তরঃ সন্ধি

৬২. বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান—এই কালজয়ী গ্রন্থটি কে সম্পাদনা করেছেন?
উত্তরঃ মুহম্মদ শহীদুল্লাহ

৬৩. কেবল উন্নত প্রাণীবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তির ব্যবহার পাওয়া যায়?
উত্তরঃ রা

৬৪. কোন উপন্যাসের জন্য শওকত ওসমান আদমজী পুরস্কার পান?
উত্তরঃ ক্রীতদাসের হাসি

৬৫. বাংলা লিপির উৎস কী?
উত্তরঃ ব্রাহ্মী লিপি

৬৬. সরকারি ব্যবস্থাপনার চিঠিপত্র বিলিবণ্ট করে?
উত্তরঃ ডাক বিভাগ

৬৭. স্রোত নৌকাখানিকে উল্টাইয়া দিল —কোন কারক?
উত্তরঃ কর্তৃ

৬৮. ড. মুহম্মদ শহীদুল্লাহ প্রধানত কোন ধরনের ব্যক্তিত্ব ছিলেন?
উত্তরঃ ভাষাতত্ত্ববিদ

৬৯. সংস্কৃত উপসর্গের সংখ্যা কয়টি?
উত্তরঃ ২০টি

৭০. ব্রজবুলি বলতে কী বোঝায়?
উত্তরঃ উপভাষা

৭১. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
উত্তরঃ চর্যাপদ

৭২. চাচা কাহিনীর লেখক কে?
উত্তরঃ সৈয়দ মুজতবা আলী

৭৩. খাঁটি বাংলা ও তৎসম উপসর্গের মধ্যে কয়টি উপসর্গের মিল আছে?
 উত্তরঃ চারটি
৭৪. বাংলাদেশ স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৬ সালে

৭৫. বঙ্গভঙ্গ করা হয়েছিল কবে?
উত্তরঃ ১৯০৫ সালে

৭৬. আদিবাসীদের নিয়ে রচিত ‘কর্ণফুলী উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ আলাউদ্দিন আল আজাদ

৭৭. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়?
উত্তরঃ কক্সবাজার সমুদ্র সৈকতে

৭৮. নিঝুমদ্বীপ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ নোয়াখালী

৭৯. দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক কে ছিলেন?
উত্তরঃ লর্ড ক্লাইভ

৮০. বাংলাদেশি টাকার ভাসমান বিনিময় হার ব্যবস্থা চালু হয় কবে থেকে?
উত্তরঃ ৩১ মে ২০০৩

৮১. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে?
উত্তরঃ লর্ড কর্নওয়ালিস

৮২. হিমছড়ি কোন শহরের কাছে অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার

৮৩. ১৭ জুলাই ২০১০ বাণিজ্যিক ভিত্তিতে দেশের প্রথম সৌর সেচ প্রকল্প চালু হয় কোন জেলায়?
উত্তরঃ বরগুনা

৮৪. পূর্ববঙ্গ জমিদারি বিলোপ ও প্রজাস্বত্ব আইন প্রণীত হয়?
উত্তরঃ ১৯৫০ সালে

৮৫. ১৮২৩ সালে সংবাদপত্র বিধি পাসের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করেন কে?
উত্তরঃ রাজা রামমোহন রায়

৮৬. বাংলাদেশে তফশিলি ব্যাংকের সংখ্যা কত?
উত্তরঃ ৪৭টি

৮৭. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল?
উত্তরঃ সিপাহী

৮৮. সনাতন ধর্মের ভিত্তি কী?
উত্তরঃ বেদ

৮৯. টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ মণিপুর

৯০. স্পেনের জাতীয় নাম কী?
 উত্তরঃ হিসপানিয়া

৯১. কোথায় দ্বীপের সংখ্যা সবচেয়ে বেশি?
উত্তরঃ ইন্দোনেশিয়ায়

৯২. ইন্টারপোল গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯২৩ সালে

৯৩. তাইওয়ান কত সালে চীনের কাছে জাতিসংঘের সদস্যপদ হারায়?
উত্তরঃ ১৯৭১ সালে

৯৪. ভারত ছাড় আন্দোলন শুরু করেন কে?
উত্তরঃ মহাত্মা গান্ধী

৯৫. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তরঃ বৈকাল হ্রদ

৯৬. সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে?
উত্তরঃ অগাস্ট কোঁৎ

৯৭. আইএসআই কোন দেশের সামরিক গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ পাকিস্তান

৯৮.আরব ও ইসরাইল যুদ্ধে আরবরা প্রথম পরাজিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৮ সালে

৯৯. প্যারিস শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালে

১০০. দৈর্ঘ্য পরিমাপের মূল একক কী?
উত্তরঃ মিটার

১০১. পানির গভীরতা মাপার একক কী?
উত্তরঃ ফ্যাদম

১০২. উত্তাপের ফলে চর্বি ভেঙে কিসে পরিণত হয়?
উত্তরঃ ফ্যাটি এসিড ও গ্লিসারল

১০৩. লোকসাহিত্যের প্রাচীনতম শাখা :
উত্তরঃ ছড়া

১০৮.স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে চরণটির রচয়িতা :
উত্তরঃ রঙ্গলাল বন্দোপাধ্যায়।

১০৪. বাংলা সাহিত্যে ‘সাহিত্য সম্রাট বলা হয় :
উত্তরঃ বঙ্কিমচন্দ্রকে।

১০৫. ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন :
উত্তরঃ দীনেশচন্দ্র সেন।

১০৬. বাংলা টপ্পা গানের জনক :
উত্তরঃ নিধু বাবু।

১০৭. চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ লেখেন :
উত্তরঃ ভুসুক পা, ৮টি।

১০৯.আমীর হামজা ও জঙ্গনামা গ্রন্থ দুটির লেখক :
উত্তরঃ ফকীর গরীবুল্লাহ।

১১০.কাহ্ন পা রচিত পদের সংখ্যা :
উত্তরঃ ১৩টি

১১১.ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বই :
উত্তরঃ বেতাল পঞ্চবিংশতি।

১১২. যে মহিলা কবি সর্বপ্রথম রামায়ণ অনুবাদ করেন :
উত্তরঃ চন্দ্রাবতী।

১১৩. মর্সিয়া সাহিত্য গড়ে উঠেছিল :
উত্তরঃ অষ্টাদশ শতকে।

১১৪. অন্নদা মঙ্গল কাব্যের রচয়িতা :
উত্তরঃ ভারতচন্দ্র রায় গুণাকর।

১১৫. বাংলা সাহিত্যে সনেটে প্রবর্তক :
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

১১৬. মুসলমান নারী জাগরণের অগ্রদূত :
উত্তরঃ বেগম রোকেয়া।

১১৭. বাংলা সাহিত্যের প্রাচীন যুগ বলা হয় :
উত্তরঃ (৬৫০-১২০০) খ্রি: পর্যন্ত সময়কালকে।

১১৮. চর্যাপদের আবিষ্কারক :
উত্তরঃ হরপ্রসাদ শাস্ত্রী।

১১৯. পুতুল নাচের ইতিকথা উপন্যাসটির রচয়িতা :
উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়।

১২০. বাংলা সাহিত্যের কণিষ্ঠতম সন্তান বলা হয় :
উত্তরঃ ছোট গল্পকে।

১২১. শানি-পুরের কবি বলা হয় :
উত্তরঃ মোজাম্মেল হককে।

১২২. ঠকচাচা চরিত্রটি যে উপন্যাসের :
উত্তরঃ আলালের ঘরের দুলাল।

১২৩. কবি কঙ্কন উপাধী যার :
উত্তরঃ মুকুন্দরাম চক্রবর্তীর।

১২৪. বাংলা একাডেমীকে বলা হয় :
উত্তরঃ জাতির মননের প্রতীক।

১২৫. মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি :
উত্তরঃ আলাওল।

১২৬. মহিলা রামায়ণকার বলা হয় :
উত্তরঃ কবি চন্দ্রাবতীকে।

১২৭. ডাকঘর নাটকটির রচয়িতা :
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
--------------------------------------------------------------------------------------------------------------------------

 প্রাচীনকালে নোয়াখালী ও কুমিল্লাকে বলা হত :
সমতট।

মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল :
৮নং সেক্টরের অধীনে।

যে সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব পান :
আব্দুস সাত্তার।

ছিয়াত্তরের মনন্তর হয়েছিল :
১১৭৬ সালে (বাংলা)।

ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম বাংলায় এসেছিল :
পর্তুগীজরা।

বাংলার প্রথম স্বাধীন নরপতি :
শশাঙ্ক।

বাংলাদেশের যে জেলায় পাট বেশি উৎপন্ন হয় :
রংপুর।

যে সংশোধনীর মাধ্যমে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেয়া হয় :
অষ্টম।

বাংলাদেশের সংবিধান কার্যকর হয় :
১৬ ডিসেম্বর ১৯৭২।

বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার :
বিচারপতি এম.ইদ্রিস।

সংবিধানের যে অনুচ্ছেদ বলে সরকারি কর্ম কমিশন গঠিত হয় :
১৩৭ অনুচ্ছেদ।

সরকারি কর্ম কমিশনের প্রথম মহিলা চেয়ারম্যান :
ড. জিন্নাতুন্নেছা তাহমিদা বেগম।

বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরী :
বিএনএস পদ্মা।

বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার :
এ এনএ সাহা।

বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় :
গারো পাহাড়।

বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি :
পাঙন।

আয়তনে বাংলাদেশের বড় থানা :
শ্যামনগর, সাতক্ষীরা।

বাংলাদেশের পশ্চিমা বাহিনীর নদী বলা হয় :
ডাকাতিয়া বিলকে।

শীতল পানির ঝরণা অবসিঽত :
হিমছড়ি পাহাড়।

বাংলাদেশের প্রথম আদমশুমারী হয় :
১৯৭৪ সালে।

জীবনতরী হলো একটি :
ভাসমান হাসপাতাল।

ময়নামতির পূর্ব নাম :
রোহিতগিরি।

বাংলার প্রাচীন জনপদের মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ :
পুন্ড্র।

বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় :
৭ মার্চ ১৯৭৩ সালে।

বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতি :
নাজমুন আরা সুলতানা।

মা ও মনি হলো :
একটি ক্রীড়া প্রতিযোগীতার নাম।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী অবসিঽত :
কুমিল্লাতে।

বাংলাদেশের প্রথম জাদুঘর :
বরেন্দ্র জাদুঘর, রাজশাহী।

বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনষ্টিটিউট অবসিঽত :
ময়মনসিংহে।

বাংলাদেশে গবাদি পশুতে প্রথম ভ্রুণ বদল করা হয় :
৫ মে ১৯৯৫।

বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন :
মেজর জেমস রেনেল।

বাংলাদেশের যে দ্বীপে বাতিঘর আছে :
কুতুবদিয়া।

বাংলার নাম জান্নাতাবাদ রাখেন :
সম্রাট হুমায়ুন।

মুক্তিযুদ্ধকালে যে সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না :
১০ নং সেক্টর।

ঢাকা সেনানিবাসঽ মুক্তিযুদ্ধ যাদুঘরের নাম :
বিজয় কেতন।

সংসদের কাষ্টিং ভোট বলা হয় :
স্পীকারের ভোটকে।

বাংলাদেশের একমাত্র সিকিউরিটি প্রিন্টিং প্রেস :
গাজীপুর।

মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর ছিল :
২নং সেক্টরের অধীনে।

বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন :
ইলিয়াছ শাহ্‌।

বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা :
সেলিনা রহমান।

বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান ছিলেন :
ড. কামাল হোসেন।

উপমহাদেশে রেল চলাচল শুরু হয় : ১
৮৫৩ সালে।

চিম্বুক পাহাড়ের পাদদেশে বাস করে :
মারমা উপজাতি।

মুক্তিযুদ্ধ জাদুঘর অবস্থিত :
সেগুনবাগিচা, ঢাকা।

ভারত বাংলাদেশকে স্বীকৃতি দেয় :
৬ ডিসেম্বর ১৯৭১।

স্বাধীনতার প্রথম ডাকটিকিটে ছিল :
বাংলাদেশের মানচিত্র।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় :
২ ডিসেম্বর ১৯৯৭।

বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন :
কুদরত-ই-খুদা কমিশন।

বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ :
সেন্টমার্টিন।

সোনারগাঁও এর পুরাতন নাম :
সুবর্ণগ্রাম।

মায়ানমার এর সাথে বাংলাদেশের সীমান- রয়েছে :
৩টি জেলার।

বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য :
৭১১ কি. মি.।

তেভাগা আন্দোলনের নেত্রী :
ইলা মিত্র।

লালবাগ কেল্লা নির্মাণ করেন :
শায়েস্তা খান।
-----------------------------------------------------------------------------------------------------------------------

>বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত :
ঈশ্বরদী।

> বাংলাদেশের পোস্টাল একাডেমী অবস্থিত :
রাজশাহী।

> ঢাকায় বাংলার সর্বপ্রথম রাজধানী হয় :
১৬১০ সালে।

> হরিপুরে তেলক্ষেত্র আবিষকৃত হয় :
১৯৮৬ সালে।

> বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম :
শেখ মুজিবুর রহমান।

> বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত :
বুড়িগঙ্গা।

> দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত :
লালমনিরহাট।

> বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন :
সম্রাট আকবর।

> মিশুকের স্থপতি :
হামিদুজ্জামান খান।

> মুজিব নগর অবস্থিত :
মেহেরপুর জেলায়।

> সোয়াচ অব নো গ্রাউন্ড হলো :
বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম।

> বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় :
১৯৫৫ সালে।

> পাখি ছাড়া বলাকা ও দোয়েল হচ্ছে :
দুটি উন্নত জাতের গম।

> বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত :
১০: ৬ বা ৫ : ৩

> জাতীয় স্মৃতি সৌধের স্থপতি :
মইনুল হোসেন।

> সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী :
নিতুন কুণ্ডু।

> কান্ত-জীর মন্দির অবস্থিত :
দিনাজপুরে।

> বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি অবসিঽত :
কোনাবাড়ি, গাজীপুর।

> বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর :
বেনাপোল।

> বাংলা একাডেমীল মূল ভবনের নাম ছিল :
বর্ধমান হাউজ।

> বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা :
পঞ্চগড়।

> তুলা চাষের জন্য বেশী উপযোগী :
যশোর।

> উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন :
মাউন্টব্যাটেন।

> বাসস হলো :
একটি সংবাদ সংস্থার নাম।

> উপমহাদেশে শেষ ভাইসরয় ছিলেন :
লর্ড মাউন্ট ব্যাটেন।

> ছয় দফা দাবি প্রথম উত্থাপন করা হয় :
লাহোরে।

> বাংলাদেশে বর্তমানে যক্ষা রোগে আক্রান্তের হার :
লাখে ৭৯ দশমিক ৪

> সুপ্রিম কোর্টে মামলা নিবন্ধনে ই-রেজিস্টারিং চালু করা হয় :
১ জানুয়ারি ২০১১।

> ১৯৭০ খ্রিঃ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ আসন লাভ করে :
১৬৭টি।

> মুক্তিযুদ্ধে ১নং সেক্টর ছিল :
চট্টগ্রাম।

> বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের কত অনুচ্ছেদ অনুযায়ী গঠিত :
১৩৭

> বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে :
ব্রহ্মপুত্র।

> বাংলাদেশের বিখ্যাত মনিপুরী নাচ :
সিলেট অঞ্চলের।

> বাংলাদেশের জাতীয় সংগীতের প্রথম ইংরেজি অনুবাদক :
সৈয়দ আলী আহসান।

> বাংলাদেশের জাতীয় দিবস :
 ২৬ মার্চ।

> বাংলাদেশের সংবিধান সংসদে প্রথম গৃহীত হয় :
৪ নভেম্বর, ১৯৭২

> প্রাচীন গৌড় নগরীর অংশ বিশেষ বাংলাদেশে কোন জেলায় অবস্থিত :
চাঁপাইনবাবগঞ্জ।

> চন্দ্র বংশের রাজারা বাংলায় প্রায় শাসন করেন :
১৫০ বছর

> ঢাকা সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল :
১৬১০ খ্রিস্টাব্দে

> কর্ণফুলী নদীর উৎস ভারতের কোন রাজ্যে :
মিজোরাম।

> ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেষ্ট মর্যাদা লাভ করে :
২০০০ সালে।

> কোন মুঘল সম্রাট বিদ্রোহ দমনের জন্য দাক্ষিণাত্য নীতি গ্রহণ করেন :
সম্রাট আওরঙ্গজেব।

> গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাচন কমিশনের কার্যাবলি বর্ণিত রয়েছে :
১১৯ নং অনুচ্ছেদে

> বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় :
ফেব্রুয়ারি ১৯৯১ সালে।

> বাংলাদেশে প্রথম সামরিক আইন জারি করেন :
খন্দকার মোশতাক আহমদ।

> ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-উপাচার্য ছিলেন :
অধ্যাপক ড. মফিজ উল্লাহ কবীর।

> বাংলা একাডেমির আঞ্চলিক অভিধান সম্পাদনা করেন :
মুহাম্মদ শহীদুল্লাহ

> প্রথম বাংলা একাডেমি প্রাঙ্গণে বই মেলা অনুষ্ঠিত হয় :
১৯৭২ সালে।

> বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ :
ষাট গম্বুজ মসজিদ।

> কুমিল্লা বার্ড এর প্রতিষ্ঠাতা :
আখতার হামিদ খান।

> বাংলাদেশের লোকশিল্প যাদুঘর অবস্থিত :
সোনারগাঁ।

> রংপুর আলাদা হবার পর রাজশাহী বিভাগে জেলা আছে :
৮টি।

> পাহাড়পুরের বৌদ্ধ বিহারের নির্মাতা :
ধর্মপাল।

> বাংলা একাডেমির মূল ভবনের নাম :
বর্ধমান হাউস।

> ফারাক্কা বাঁধ বাংলাদেশ সীমানা হতে দূরে অবস্থিত :
১৬.৫ কিলোমিটার।

> ইরাটম :
উন্নত জাতের ধান।

> বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত :
ভাওয়াল ও মধুপুরের বনভূমি।

> বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন :
সম্রাট আকবর।

> আয়তনে বাংলাদেশের বৃহত্তম বিভাগ :
চট্টগ্রাম।

> শিক্ষা বিভাগের ট্রেনিং-এর শীর্ষ প্রতিষ্ঠান :
নায়েম।

> মূল্য সংযোজন কর বাংলাদেশে চালু করা হয় :
১লা জুলাই ১৯৯১।

> কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক :
মারমা।

> উপমহাদেশে পর্তুগীজরা প্রথম আগমন করে :
১৫০৯ খ্রিস্টাব্দে, গোয়ায়।

> ইংরেজ ইষ্ট ইন্ডিয়া কোম্পানি কোন চুক্তির মাধ্যমে বাংলা, বিহার ও উড়িষ্যার দিউয়ানী লাভ করে :
এলাহাবাদ চুক্তি।

> বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য অগ্রণী ভূমিকা পালন করেন :
নওয়াব আবদুল লতিফ

> ভারতের রাজভক্ত মুসলমান গ্রন্থের রচয়িতা :
স্যার সৈয়দ আহমদ খান।

> বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ :
বগুড়া।

> দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম :
পূর্বাশা দ্বীপ।

> হালদা ভ্যালি অবস্থিত :
খাগড়াছড়ি।

> স্বাধীনতার প্রথম ডাকটিকেটে ছবি ছিল :
শহীদ মিনার এর

> কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ :
শায়েস্তা খান।
-------------------------------------------------------------------------------------------------------------------

> বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনষ্টিটিউট অবস্থিত : ঈশ্বরদী।
> বাংলাদেশের পোস্টাল একাডেমী অবস্থিত : রাজশাহী।
> ঢাকায় বাংলার সর্বপ্রথম রাজধানী হয় : ১৬১০ সালে।
> হরিপুরে তেলক্ষেত্র আবিষকৃত হয় : ১৯৮৬ সালে।
> বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম : শেখ মুজিবুর রহমান।
> বাকল্যান্ড বাঁধ যে নদীর তীরে অবস্থিত : বুড়িগঙ্গা।
> দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত : লালমনিরহাট।
> বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন : সম্রাট আকবর।
> মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান।
> মুজিব নগর অবস্থিত : মেহেরপুর জেলায়।
> সোয়াচ অব নো গ্রাউন্ড হলো : বঙ্গোপসাগরের একটি খাদ্যের নাম।
> বাংলা একাডেমী প্রতিষ্ঠিত হয় : ১৯৫৫ সালে।
> পাখি ছাড়া বলাকা ও দোয়েল হচ্ছে : দুটি উন্নত জাতের গম।
> বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত : ১০: ৬ বা ৫ : ৩
> জাতীয় স্মৃতি সৌধের স্থপতি : মইনুল হোসেন।
> ‘সাবাস বাংলাদেশঽ ভাস্কর্যটির শিল্পী : নিতুন কুণ্ডু।
> ‘কান-জীর মন্দিরঽ অবস্থিত : দিনাজপুরে।
> বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি অবসিঽত : কোনাবাড়ি, গাজীপুর।
> বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর : বেনাপোল।
> বাংলা একাডেমীল মূল ভবনের নাম ছিল : বর্ধমান হাউজ।
> বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা : পঞ্চগড়।
> তুলা চাষের জন্য বেশী উপযোগী : যশোর।
> উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন : মাউন্টব্যাটেন।
> বাসস হলো : একটি সংবাদ সংস্থার নাম।
> সম্প্রতি ২০১১ সালে সুন্দরবন দিবস পালিত হয় ১৪ : ই ফেব্রুয়ারি ২০১১
> রংপুরকে নতুন বিভাগ ঘোষণা করা হয় : ২৫ জানুয়ারি ২০১০ ।
> এভারেস্ট জয়ী ‘মুসা ইব্রাহীমঽ সাঁতরে বাংলা চ্যানেল পাড়ি দেন : ৯ ই মার্চ ২০১১
> অনলাইনে সাধারণ ডায়েরি করার নতুন প্রকল্প ‘ বন্ধু পুলিশ ‘ এর উদ্বোধন : ০৩ মার্চ ২০১০ ।
> বাংলাদেশের সংবিধান দিবস পালিত হয় : ৪ নভেম্বের।
> বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি : ফজলুর রহমান খান।
> জাতীয় সংসদের স্থপতি : লুই আইন কান।
> জাতীয় সংসদের প্রতীক : শাপলা ফুল।
> ঐতিহাসিক ৬ দফা ঘোষণা করা হয় : ৫ ফেব্রুয়ারি।
> বাংলাদেশের গণপরিষদের প্রথম স্পিকার : শাহ আব্দুল হামিদ।
> গণপরিষদের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন : আব্দুর রশিদ তর্কবাগীশ
> গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন : মুহম্মদ উল্লাহ।
> বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর ছিল : ৮নং সেক্টরে।
> বাংলাদেশ সংবিধানে শিক্ষার জন্য সাংবিধানিক অঙ্গীকার কত নম্বর ধারায় বর্ণিত আছে : ১৭ নং ধারায়
> ঐতিহ্যবাহী ‘ঝুমুরঽ নৃত্য যে অঞ্চলের : রংপুর, রাজশাহী।
> দেশের প্রথম টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় : ১৫ মার্চ ২০১১
নোট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর তেজগাঁওয়ে এ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন।১৯২১ সালে নারিন্দায় গড়ে উথা ‘উইভিং স্কুলঽ টিকে আজ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত করা হল।
> পদ্মা নদীর মাঝি, মনের মানুষ চলচ্চিত্রের পরিচালক : গৌতম ঘোষ।
> সেন্টমার্টিন দ্বীপের অন্য নাম : নারিকেল জিঞ্জিরা।
> হাকালুকি হাওর অবস্থিত : সিলেট ও মৌলভীবাজার জেলায়।
> বাংলাদেশের বৃহত্তম হাওর : হাকালুকি।
> দক্ষিণ এশিয়ার বৃহত্তম হাওর : হাকালুকি হাওর।
> বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে : ১৭ সেপ্টেম্বর ১৯৭৪।
নোট : বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে।
> ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার জন্য গঠিত তৎকালীন কমিশনটির নাম : নাথান কমিশন।
> বাংলাদেশে মুদ্রানীতি পরিচালনার দায়িত্ব : বাংলাদেশ ব্যাংকের।
> বাংলা নববর্ষ চালু করেন : সম্রাট আকবর।
> মিশুকের স্থপতি : হামিদুজ্জামান খান।
> দহগ্রাম ছিটমহল যে জেলায় অবস্থিত : লালমনির হাট।
> বাংলাদেশের ক্রিকেট দলের প্রথম টেষ্ট অধিনায়ক : নাঈমুর রহমান দুর্জয়।
> বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে : ১৯৯৯ সালের ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে।
> বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশগ্রহণকারী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক : আমিনুল ইসলাম বুলবুল।
> আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো গানটির গীতিকার : আব্দুল গাফফার চৌধুরী।
> বাংলাদেশ মিলিটারি একাডেমী অবস্থিত : চট্টগ্রামে।
> বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন : নবাব মুর্শিদকুলি খান।
> বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সর্বপ্রথম যে এলাকা মুক্ত হয় : যশোর।
নোট : যশোর ১৯৭১ সালের ৭ ডিসেম্বর মুক্তিযুদ্ধ চলাকালীন সময় শক্র মুক্ত হয়।
> দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত : সাতক্ষীরায়।
> বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট : সৈয়দ নজরুল ইসলাম।
> ঢাকার ছোট কাটরা নির্মাণ করেন : শায়েস্তা খান।
> বাংলাদেশের মেশিন টুলস ফ্যাক্টরি অবস্থিত : গাজীপুরে।
> বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম : কক্সবাজার (বাংলাদেশ)।
> বাংলাদেশের সামুদ্রিক বন্দর : ২টি (মংলা ও চট্টগ্রাম)।
> ঢাকার প্রাচীন নাম : জাহাঙ্গীরনগর।
> পঞ্চাশের মনন্তর হয়েছিল ইংরেজি : ১৯৪৩ সালে।
> ছিয়াত্তরের মনন্তর হয়েছিল বাংলা : ১১৭৬ সালে।
> যে বাংলাদেশি প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করেন : ব্রজেন দাস।
> টেষ্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন : আশরাফুল (বাংলাদেশ)।
> বাংলাদেশে মুক্তিযুদ্ধভিত্তিক মন্ত্রণালয় গঠিত হয় : ২০০১ সালে।
> চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন : শায়েস্তা খাঁ।
> বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন বিচারপতির অবসর গ্রহণের বয়স : ৬৭ বছর।
> যে নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত : মেঘনা।
> বাংলাদেশের মোট স্থল বন্দর : ১৪টি।
> বাংলাদেশ প্রথম যে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে : লস্‌ এঞ্জেলস (১৯৮৪ সাল)।
> দক্ষিণ এশিয়ায় ড. ইউনুস শান্তিতে কততম নোবেল বিজয়ী : ২য় নোবেল বিজয়ী।
> বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় : ১৯৭৪ সালে।
> খাসিয়া উপজাতি বাংলাদেশের যে জেলায় বাস করে : সিলেট।
নোট : খাসিয়া, মণিপুরী উপজাতি বসবাস করে সিলেট জেলায়; পার্বত্য চট্টগ্রামে- চাকমা, ত্রিপুরা, মারমা, খুমী, মুরং; ময়মনসিংহ ও নেত্রকোনা জেলায়- হাজং, গারো, হাদুই; ইত্যাদি উপজাতি বাস
করে।
> বাংলা একাডেমী পুরস্কার ২০১১ এর জন্য যারা মনোনীত :
এবার ছয় জনকে বাংলা একাডেমী পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তাঁরা হলেন-
১। গবেষণায় - অধ্যাপক খান সারওয়ার মুর্শিদ
২। কথা সাহিত্যে - বুলবুল চৌধুরী
৩। কবিতায় - রুবী রহমান ও নাসির আহমেদ (দুই জন)
৪। বিজ্ঞানে - অজয় রায়
৫। শিশু সাহিত্যে - গোলাম কিবরিয়া
> একুশে পদক ২০১১ এর জন্য নির্বাচিত ১৩ জন হলেন :
১। ভাষা আন্দোলনে মরণোত্তর - ভাষা সৈনিক শওকত আলী ও মশারফ উদ্দিন আহমেদ (দুই জন)
২। শিল্পকলায় মরণোত্তর - ওস্তাদ আখতার সাদমানী
৩। গবেষণায় মরণোত্তর - আব্দুল হক চৌধুরী
৪। ভাষা আন্দোলনে জীবিত - আমানুল হক
৫। শিল্পকলায় জীবিত- বাউল করিম শাহ ও যাত্রা শিল্পী জ্যোৎস্না বিশ্বাস (দুই জন)
৬। ভাষা ও সাহিত্যে - শহীদ কাদরী ও আব্দুল হক (দুই জন)
৭। সাংবাদিকতায় - নুরজাহান বেগম
৮। সমাজসেবায় - মোঃ আবুল হাশেম, মোঃ হারেস উদ্দিন পলান সরকার ও মোহাম্মদ দেলোয়ার হোসেন (তিন জন)
> বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় : ১৯৯৫ সালে
> বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক : আরব বাংলাদেশ ব্যাংক
> কুমিল্লা বার্ডস এর প্রতিষ্ঠাতা : আখতার হামিন খান
> বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ : সিলেট অঞ্চলের
> বাংলাদেশের বৃহত্তম সেচ প্রকল্প : তিস্তা সেচ প্রকল্প
> পুনর্ভবা, নাগর ও টাঙ্গন যে নদীর উপনদী : মহানন্দা
> দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম : পূর্বাশা
> দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত : সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়।
> হালদা ভ্যালী অবস্থিত : খাগড়াছড়ি
> বাংলাদেশ সরকারি কর্মকমিশন সংবিধানের যে অনুচ্ছেদে অনুযায়ী গঠিত : ১৩৭
> ‘শাবাশ বাংলাদেশঽ ভাঙ্কর্যটির শিল্পী : নিতুন কুণ্ডু
ব্যাখ্যা : নিতুন কুন্ডু শাবাশ বাংলাদেশ ভাঙ্কর্যটি (রাজশাহী বিশ্ববিদ্যালয়) ছাড়াও সার্ক ফোয়ারা (কারওয়ান বাজার), কদমফুল ফোয়ারা (জাতীয় ঈদগাহ ময়দান), ইত্যাদি ভাষ্কর্য নির্মাণ করেন।
----------------------------------------------------------------------------------------------------------------------

প্রশ্ন : বাংলাদেশ টেলিভিশন ২৪ ঘণ্টা
সম্প্রচার শুরু করে কবে?
উ : ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ ব্যাংকের প্রধান
অর্থনীতিবিদ কে এবং কত তারিখে
নিয়োগ প্রাপ্ত হন?
উ : ড. হাসান জামান; ৫ নভেম্বর ২০১২।

প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান
সভাপতির নাম কি?
উ : সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল
করিম ভুইয়া।

প্রশ্ন : বাংলাদেশ অলিম্পিক
অ্যাসোসিয়েশনের (ইঙঅ) বর্তমান
মহাসচিবের নাম কি?
উ : সৈয়দ শাহেদ রেজা।

প্রশ্ন : বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু সেতুর
নাম কি?
উ: বালুয়ার্ত (মেক্সিকো)।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব রিপোর্ট
অনুযায়ী বর্তমান বিশ্বের মোট জনসংখ্যা
কত?
উ : ৭০৫ কোটি ২১ লাখ।

প্রশ্ন : ২০১২ সালের বিশ্ব জনসংখ্যা
রিপোর্ট অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার
কত?
উ : ১.১% (২০১২-১৫)।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ
কোনটি?
উ : চীন।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম দেশ
কোনটি?
উ : ট্যুভালু।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম
দেশ কোনটি?
উ : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : জনসংখ্যায় বিশ্বের ক্ষুদ্রতম মুসলিম
দেশ কোনটি?
উ : মালদ্বীপ।

প্রশ্ন : ফিলিস্তিন কত তারিখে
জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের
স্বীকৃতি পায়?
উ : ২ নভেম্বর ২০১২।

প্রশ্ন : মেক্সিকোর নতুন প্রেসিডেন্টের
নাম কি?
উ : এনরিক পিনা নিয়েতো।

প্রশ্ন : নিউইয়র্ক কোন নদীর তীরে
অবস্থিত?
উত্তর : হাডসন।

প্রশ্ন : বৈদ্যুতিক পাখা আবিষ্কার করেন
কে?
উত্তর : এস এস হুইলার।

প্রশ্ন : আমি বীরঙ্গনা বলছি প্রবন্ধটির
লেখক কে?
উত্তর : ড. নীলিমা ইব্রাহীম।

প্রশ্ন : রাশিয়ার বিমান সংস্থার নাম কী?
উত্তর : এরোফ্লোঁ।

প্রশ্ন : ময়লার দুর্গন্ধ ছড়িয়ে পড়ে কোন
প্রক্রিয়ায়?
উত্তর : ব্যাপন প্রক্রিয়ায়।

প্রশ্ন : ‘ক্রীতদাসের হাসিঽ উপন্যাসের
রচয়িতা কে?
উত্তর : শওকত ওসমান।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধান কার্যকর
হয় কোন তারিখে?
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।

প্রশ্ন : বিশ্বের গভীরতম খাল কোনটি?
উত্তর : পানামা খাল।

প্রশ্ন : সংকর ধাতু পিতলের উপাদান কী
কী?
উত্তর : তামা ও দস্তা।

প্রশ্ন : সাধারণ মোঁর গাড়ির ইঞ্জিনে
কয়টি পিস্টন থাকে?
উত্তর : ৪টি।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস
গ্রন্থ কোনটি?
উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।

প্রশ্ন : বাংলাদেশ জাতিসংঘের কততম
সদস্য?
উত্তর : ১৩৬তম।

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরের নাম
কী?
উত্তর : অ্যাক্টভরা

প্রশ্ন : রেকটিফাইড স্পিরিট হলো
উত্তর : ৯৫% ইথাইল অ্যালকোহল + ৫% পানি।

প্রশ্ন : রিকেটস হয় কোন ভিটামিনের
অভাবে?
উত্তর : ভিটামিন ডি

প্রশ্ন : সুপার নোভা আসলে কী?
উত্তর : মৃত তারকা।

প্রশ্ন : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম
কী?
উত্তর : বনফুল।

প্রশ্ন : বাংলাদেশ সিটিবিটি
অনুমোদনকারী কততম দেশ?
উত্তর : ২৮তম।

প্রশ্ন : বিবিসি প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯২২ সালে।

প্রশ্ন : বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত
তারিখে?
উত্তর : ২২ মে।

প্রশ্ন : প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে যে
প্রতিষ্ঠান দায়িত্ব পালন করে তার নাম
কী?
উত্তর : ডিপী।

প্রশ্ন : থ্রি-টাইগারস বলতে কোন কোন
দেশকে বোঝায়?
উত্তর : জাপান, জার্মানি ও ইতালি।

প্রশ্ন : বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৫২ সালে।

প্রশ্ন : পৃথিবী তৈরির প্রধান উপাদান কী?
উত্তর :অ্যালুমিনিয়াম।

প্রশ্ন : দারিদ্র্য কবিতাটি নজরুলের কোন
কাব্যের অন্তর্গত?
উত্তর : সিন্ধু হিন্দোল কাব্যের।

প্রশ্ন : যে সব নিউক্লিয়াসের নিউট্রন
সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা
অসমান,তাদের কী বলা হয়?
উত্তর : ঈসতনে

প্রশ্ন : বাংলা সাহিত্যে প্রথম
জীবনীকাব্য কাকে অবলম্বন করে রচিত
হয়?
উত্তর :শ্রীচৈতন্যদেবকে।

প্রশ্ন : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি কবে
সম্পাদিত হয়?
উত্তর : ২ ডিসেম্বর, ১৯৯৭।

প্রশ্ন : হিটলারের গোপন পুলিশ বাহিনীর
নাম কী ছিল?
উত্তর :গেস্টাপো।

প্রশ্ন : ২০১২ সালের ‘বিশ্ব শিশু
পরিস্থিতিঽপ্রতি বেদনের তথ্য
অনুসারে,বিশ্বে মেগাসিটির সংখ্যা
কয়টি?
উত্তর :২১টি।

প্রশ্ন : সাধারণত কোন সময়ে মঙ্গা দেখা
দেয়?
উত্তর :ভাদ্র- আশ্বিন-ক¬র্তিক মাসে।

প্রশ্ন : উড পেন্সিলের সিস তৈরি হয় কী
দিয়ে?
উত্তর : গ্রাফাইট।

প্রশ্ন ;- সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া
ভাইরাসের নাম কি ?
উত্তর ;- নিপা।

প্রশ্ন ;-বাংলাদেশের ইন্টারনেট সেবা
প্রদানকারী সংগঠনের নাম কি ?
উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার
অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রশ্ন ;- বাংলাদেশ মিলিটারি একাডেমি
কোথায় অবস্হিত ?
উত্তর ;- ভাটিয়ারি,চট্টগ্রাম।

প্রশ্ন ;- বাংলাদেশ নেভাল একাডেমি
কোথায় অবস্হিত ?
উত্তর ;- পতেঙ্গা,চট্টগ্রাম।

প্রশ্ন ;-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি
কোথায় অবস্হিত ?
উত্তর ;- যশোর।

প্রশ্ন ;- বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম
কি ?
উত্তর ;- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮
কি.মি.)

প্রশ্ন ;- বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন
শরীফ কে তৈরী করেন।
উত্তর ;- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)

প্রশ্ন ;- ২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয়
ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র
স্হাপন রা হয় ?
উত্তর ;- ব্রেন্ডা জেনসন (ঊষা) (১ম- টিমোথি
হিয়েডলার )

প্রশ্ন ;- ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ
কোনটি ?
উত্তর ;- কাজাখস্তান (২য় কানাডা)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের
নাম কি ?
উত্তর ;- হারমনি এক্সপ্রেস (চীন)

প্রশ্ন ;- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম
পৌরসভা কোনটি ?
উত্তর ;- ভেদরগঞ্জ,শরীয়তপুর।

ভপ্রশ্ন ;- বাংলাদেশের কোন জেলায় শিশু
শ্রমিকের সংখ্যা বেশী ?
উত্তর ;- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

প্রশ্ন ;- ১৫ ডিসেম্বর ২০১০ কোন স্থানকে
দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?
উত্তর ;- কুয়াকাটা,পটুয়াখালী।

প্রশ্ন ;- বাংলাদেশের তৈরী পোষাক
আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার
এনার্জি সেল উদ্ভবক কে ?
উত্তর ;- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

প্রশ্ন ;- ৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী
কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি
করার ঘোষনা দেন ?
উত্তর ;- রংপুর।

প্রশ্ন ;- বাংলাদেশ রাইফেসলস -এর
পরিববর্তিত নাম কি?
উত্তর ;- “বর্ডার গার্ড বাংলাদেশ

প্রশ্ন ;- বর্ডার গার্ড বাংলাদেশ কবে
আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?
উত্তর ;- ২৩ জানুয়ারী,২০১১।

প্রশ্ন ;- কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু
হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?
উত্তর ;- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন ;- সোমালিয়ার জলদস্যরা
বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে
তার নাম কি ?
উত্তর ;- এমভি জাহান মনি।

প্রশ্ন ;- দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র
কোথায় অবস্হিত ?
উত্তর ;- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।

প্রশ্ন ;- সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ
(গাছ) ঘোষনা করা হয় ?
উত্তর ;- আম।

প্রশ্ন ;- জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে
শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?
উত্তর ;- বাংলাদেশ।

প্রশ্ন ;- দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম
লেক কোনটি ?
উত্তর ;- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম)
বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।

প্রশ্ন ;- সম্প্রতি দেশে চালুকৃত নতুন
টেলিভিশন চ্যানেলের নাম কি ?
উত্তর ;- সংসদ বাংলাদেশ টেলিভিশন।

প্রশ্ন ;- বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার
কম্পিউটার কোনটি ?
উত্তর ;- তিহান-১

প্রশ্ন ;- বিশ্বের বৃহত্তম নারী
বিশ্ববিদ্যালয়ের নাম কি ?
উত্তর ;- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ;- সামাজিক যোগাযোগ সাইট
“টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- বিজ স্টোন।

প্রশ্ন ;- “উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?
উত্তর ;- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)
---------------------------------------------------------------------------------------------------------

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতা কত দূর বিস্তৃত ছিল ?
উত্তর:- বর্তমান পাকিস্তানের অন্তর্গত বালুচিস্তানের জোব নদী থেকে পশ্চিম ভারতের সিন্ধু নদ পর্যন্ত মেহেরগড় সভ্যতা বিস্তৃত ছিল।

প্রশ্ন:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল ?
উত্তর:- পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের মেহেরগড় সভ্যতা গড়ে উঠেছিল।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা ছিল কৃষিকেন্দ্রিক।

প্রশ্ন:- বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন ?
উত্তর:- বৈদিক সভ্যতা ছিল লৌহযুগের সমসাময়িক যুগেরসভ্যতার নিদর্শন।

প্রশ্ন:- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম করো ?
উত্তর:- মেহেরগড় সভ্যতার ৫টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম হল(ক) মেহেরগড় (খ) কিলে গুল
মহম্মদ (গ) কোটদিজি (ঘ) গুমলা (ঙ) মুন্ডিগাক।

প্রশ্ন:- কোন বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত ?
উত্তর:- লোথাল বন্দরের মাধ্যমে হরপ্পা-সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত।

প্রশ্ন:- হরপ্পা-সভ্যতার লিপির নাম কি ?
উত্তর:- হরপ্পা-সভ্যতার লিপির নাম সিন্ধুলিপি।

প্রশ্ন:- ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি ?
উত্তর:- ভারতবর্ষেরর প্রাচীনতম বন্দরের নাম গুজরাটেরলোথাল।

প্রশ্ন:- রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে ?
উত্তর:- রাজস্থানের কালিবঙ্গান অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।

প্রশ্ন:-হরপ্পা সভ্যতা কবে আবিস্কৃত হয় ?
উত্তর:- হরপ্পা সভ্যতা ১৯২৪ সালে আবিস্কৃত হয়।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার কালসীমা লেখো ?
উত্তর:- হরপ্পা সভ্যতার কালসীমা হল ৩,০০০ – ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দ।

প্রশ্ন:- সিন্ধু সভ্যতা আবিস্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতাত্ত্বিকের নাম লেখো ?
উত্তর:- বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায়সিন্ধু সভ্যতা আবিস্কার করেন।

প্রশ্ন:- ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে ?
উত্তর:- হরপ্পা-মহেঞ্জোদারো অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে ভারতের প্রথম নগরায়নের চিহ্ন পাওয়া গেছে।

প্রশ্ন:- ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নাম লেখো ?
উত্তর:- ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নামমহেঞ্জোদারো।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না ?
উত্তর:- হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানত না।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কত দিন আগে গড়ে উঠেছিল ?
উত্তর:- খ্রিস্টপূর্ব প্রায় তিন হাজার বৎসর আগে হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল।

প্রশ্ন:- ভারতবর্ষে প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে ?
উত্তর:- গুজরাটের লোথাল-এ প্রাক আর্যযুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে।

প্রশ্ন:- সিন্ধু সভ্যতার নিদর্শন কে আবিস্কার করেন ?
উত্তর:-বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দোপাধ্যায়সিন্ধু সভ্যতা নিদর্শন আবিস্কার
করেন।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত ?
উত্তর:- হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি তামা ও টিন -এর সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে নির্মিত।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা ?
উত্তর:- হরপ্পা সভ্যতা ছিলএকটি নগর কেন্দ্রিক সভ্যতা।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল ?
উত্তর:- প্রকৃতিগত ভাবে হরপ্পা সভ্যতা একটি নগর কেন্দ্রিক সভ্যতা হলেও হরপ্পা সভ্যতার মূল ভিত্তি ছিল কৃষি ও পশুপালন।

প্রশ্ন:- হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক ?
উত্তর:- হরপ্পা সভ্যতা মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতার সমসাময়িক।

প্রশ্ন:- হরপ্পা কোথায় অবস্থিত ?
উত্তর:- হরপ্পা পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্টগোমারিজেলায় অবস্থিত

প্রশ্ন:- প্রাচীন ভারতে কারা আর্য নামে পরিচিত ?
উত্তর:- আর্যরা ছিল ভারতের বহিরগত দীর্ঘকায় গৌরবর্ণ ও সুদর্শন এক জাতি– যাদের আদি বাসস্থান ছিল মধ্য এশিয়া অথবা রাশিয়ার দক্ষিণাঞ্চল কিংবা ইউরোপ মহাদেশেরঅস্ট্রিয়া , হাঙ্গেরী অথবা চেকোস্লোভাকিয়ার বিস্তীর্ণ অঞ্চলে।

প্রশ্ন:- আর্যরা প্রথম কবে ভারতে আসে ?
উত্তর:- আনুমানিক ১,৫০০ খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে আসে।

প্রশ্ন:- আর্যরা প্রথম ভারতে কোথায় বসতি স্থাপন করে ?
উত্তর:- উত্তর ভারতের সিন্ধু নদের পাঁচটি উপনদী, সরস্বতী এবং উচ্চ গাঙ্গেয় উপত্যকায় সপ্তসিন্ধু
অঞ্চলে আর্যরা প্রথম ভারতে বসতি স্থাপন করে।

প্রশ্ন:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম কী ?
উত্তর:- আর্যদের স্বর্ণমুদ্রার নাম হল নিষ্ক।

প্রশ্ন:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী ?
উত্তর:- আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ।

প্রশ্ন:- ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি ?
উত্তর:- ভারতের প্রাচীনতম সাহিত্য হল বেদ।

প্রশ্ন:- বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদানটির নাম লেখো ?
উত্তর:- বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতার প্রথম অবদান হলউন্নত নগর
পরিকল্পনা।

প্রশ্ন:- কোন সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল ?
উত্তর:- মেহেরগড় সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃত ছিল।

প্রশ্ন:- মহেঞ্জোদরো কোথায় অবস্থিত ?
উত্তর:- বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানাজেলায় , সিন্ধু নদের
পশ্চিম তীরে মহেঞ্জোদরো অবস্থিত।

প্রশ্ন:- মহেন-জো-দরো শব্দের অর্থ কী ?
উত্তর:- মহেন-জো-দরো শব্দের অর্থ হল মৃতের স্তূপ।

প্রশ্ন:- প্রাচীন ভারতের দুটি নগরের নাম লেখো ?
উত্তর:- প্রাচীন ভারতের দুটি নগরের নাম হরপ্পা ও লোথাল।

প্রশ্ন:- বেদের অপর নাম কী ?
উত্তর:- বেদের অপর নাম শ্রুতি।

প্রশ্ন:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ কোনটি ?
উত্তর:- বৈদিকযুগের প্রাচীনতম গ্রন্থ নাম ঋকবেদ।

প্রশ্ন:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম কী ?
উত্তর:- ঋকবৈদিক যুগের প্রধান দেবতার নাম অগ্নি।

প্রশ্ন:- বেদের শেষ ভাগের নাম কী ?
উত্তর:- বেদের শেষ ভাগের নাম অথর্ব।

প্রশ্ন:- বৈদিক সাহিত্যের কোন অংশকে বেদান্ত বলা হয় ?
উত্তর:- উপনিষদ কে বৈদিক সাহিত্যের বেদান্ত বলা হয়।

প্রশ্ন:- বেদ কবে রচিত হয় ?
উত্তর:- খ্রিষ্টপূর্ব ১,৫০০ - ১০০০ অব্দের মধ্যে বেদ রচনা করা হয় বলে অনুমান করা হয়ে থাকে।

প্রশ্ন:- বেদের কয়টি ভাগ আছে ও কী কী ?
উত্তর:- বেদের চারটি ভাগ আছে - যথা ঋক,সাম,যজু, ও অথর্ব।

ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ?
উত্তরঃ  স্যার সৈয়দ আহমাদ খান।

বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তরঃ  ফখরুদ্দিন মুবারক শাহ্।

আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ  নেদারল্যান্ডের হেগ শহরে।

গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
উত্তরঃ  গ্রীসে।

দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র
আবিস্কৃত হয়েছে কতটি?
উত্তর : ২৩টি।

মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?
উত্তর : ১৯৬১ সালে।

বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত
হয় কোথায়?
উত্তর : চট্টগ্রামে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
প্রবর্তিত হয় কত সালে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

ইসরাইলের রাজধানীর নাম কি?
উত্তর : জেরুজালেম।

সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের
নাম কি ছিল?
উত্তর : বাথ পার্টি।

সুদানের দারফুরে যুদ্ধরত আরব
মিলিশিয়া বাহিনীর নাম কি?
উত্তর : জানজাবিদ।

আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিসমার্ক।

৫৯. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে
অবসর নেন কত সালে?
উত্তর : ১৯৯৯ সালে।

৬০. মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মাদার তেরেসা।

৬১. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের
নাম কি?
উত্তর : মাও সেতুং।

৬২. পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।

No comments:

Post a Comment