Thursday 28 September 2017

চিত্রশালা

ক্লে জাদুর বাটির সাথে আরামাইক লেখা, এটি হচ্ছে মিশরের পুরাতত্ত্ব, রয়েছে জাতীয় প্রত্নতাত্ত্বিক জাদুঘর, এথেন্স, গ্রীস ।

প্রাচীন চীন এর  CMOC কোষাগারে রাখা ব্রোঞ্জ এর আয়না ।

রাজা ষার্গন দ্বিতীয়, প্রাসাদের দরজার প্রাচীরে ক্ষোদাই অবস্থায় পাওয়া যায়, মানবীয় মস্তকবিশিষ্ট ডানাযুক্ত ষাঁড়, রয়েছে, খোরশাবাদ, ইরাকে ।

ব্ল্যাক-চিত্র মৃত্শিল্প, কালো চিত্র শৈলী অথবা কালো চিত্রে সিরামিক এই নামেও পরিচিত,  গ্রিক পুরাকালের চিত্রশৈলীর অন্যতম নিদর্শন।

প্রাচীন নরডিক ভাইকিং ড্রাগন গয়না ।

স্যার হেনরি Billingsley এর শিরোনাম পৃষ্ঠা,ইউক্লিডের উপাদানের প্রথম ইংরেজি সংস্করণ, ১৫৭০ ।

১৯৫১ সালের একটি কানাডিয়ান ৫০ সেন্ট এর মুদ্রা ।

১০০০ বছর আগের  চীনা তাং রাজবংশের ( ৬১৮-৯০৭ খ্রিস্টাব্দ ) কারিগরের তৈরী ক্ষুদ্র ল্যান্ডস্কেপ যাকে Pen’Jing বা চীনা ল্যান্ডস্কেপ বামনগাছ ( Landscape bonsai ) নামে পরিচিত ছিল ।

Olbia ট্রেজার থেকে পাওয়া ব্রেসলেট । 

চীন এর জাতীয় জাদুঘরে রাখা ইউয়ান রাজবংশের বিস্ফোরণমুখী বারূদ ।

পুরাতন কাদামাটির পাত্র  

প্রাচীন আড় ধনুক  

 অ্যাজটেক জাতির সূর্য পাথর  

প্রাচীন একপ্রকার বাদ্যযন্ত্র 

কিছু প্রাচীন গয়না 

















No comments:

Post a Comment